ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। গ্রামে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী।
বুধবার (৬ জুলাই) সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় স্টেশনে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। তবে সময় মতো দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তিতে যাত্রীরা।
রেল কর্তৃপক্ষ বলছে, গত ঈদের মতো এবারও বড় ধরনের শিডিউল বিপর্যয় ছাড়া যাত্রীরা নিজ নিজ গন্তব্য যেতে পারবেন।
/এমএন
Leave a reply