সরকারের লুটপাট-দুর্নীতির কারণে বিদ্যুতের বেহাল দশা: জাফরুল্লাহ চৌধুরী

|

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি।

সরকারের লুটপাট-দুর্নীতির কারণে বিদ্যুতের বেহাল দশা বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (৬ জুলাই) সকালে গণস্বাস্থ্য কেন্দ্রে ঈদপূর্ব ১০ হাজার প্যাকেট খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, দিন দিন চারদিকে অভাব-অনটন বেড়েছে। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে; কারও সংসার চলে না।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ডিজিটাল অ্যাক্টের বিরুদ্ধে কথা বলতে হবে। চিকৎসা খাতে গরীবের ওপর অত্যাচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply