করোনার কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়: শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

করোনার কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার চিন্তা করছে না সরকার। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান। বলেন, করোনা কতটা বাড়ছে সেটা মনিটরিং করা হচ্ছে। এছাড়া ১২ বছরের নীচের শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বন্যাকবলিত এলাকায় যেসব এসএসসি পরীক্ষার্থীদের বই নেই, প্রয়োজনে তাদের নতুন বই দেয়া হবে। সারাদেশে ২৬ হাজার ৪৪৮টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। যোগ্যতা নেই, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply