চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
আগামী ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। আর ১০ আগস্ট তৃতীয় ওয়ানডে দিয়ে সফর শেষ করবে টাইগাররা।
আইসিসি চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় সফরে কোনো টেস্ট খেলবে না বাংলাদেশ। ৩১ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-২০ ম্যাচ। আর সিরিজের শেষ টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ২ আগস্ট। দু’দিন বিরতি দিয়ে ৫ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৭ আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওডিআই ম্যাচ।
আরও পড়ুন: টেস্ট র্যাঙ্কিং: ৬ বছর পর শীর্ষ দশে নেই কোহলি
সফরে সাকিব আল হাসানের অংশ নেয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্রাম নিতে পারেন টাইগারদের টেস্ট অধিনায়ক।
জেডআই/
Leave a reply