মিনায় হজযাত্রীদের সেবায় প্রস্তুত চারটি হাসপাতাল

|

ছবি: সংগৃহীত

পবিত্র হজ উপলক্ষে মিনায় হজযাত্রীদের সার্বিক সেবার জন্য চারটি হাসপাতাল ও ২৩টি স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, পবিত্র স্থানগুলোতে আধুনিক প্রযুক্তি ও উন্নত চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করে হজযাত্রীদের স্বাস্থ্য সেবা দেয়া হবে। হজযাত্রীদের জরুরি সেবা দেয়ার জন্য বিশেষ চিকিৎসক দল কাজ করছে।

হজ শুরুর আগে এরই মধ্যে মদিনায় ৪৩ হাজার হজযাত্রীকে স্বাস্থ্য সেবা দিয়েছে সেখানকার হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো।

এরমধ্যে রয়েছে ৫টি ওপেন হার্ট অপারেশন, ৬৬টি কার্ডিয়াক ক্যাথেরাইজেশন, ৩১ হাজার ২০৫টি টিকাদান, ৯৫ টি অপারেশন, ২৭টি মাঠপর্যায়ে সচেতনতামূলক স্বাস্থ্য সেবা এবং হজযাত্রীদের জন্য বিভিন্ন ভাষায় ৬৮টি ইলেকট্রনিক সচেতনতা বুলেটিন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply