ব্রিজ নির্মাণে ধীরগতি, ড্রেনে নেমে প্রতিবাদ ভারতীয় বিধায়কের (ভিডিও)

|

ভারতের অন্ধ্র প্রদেশে ব্যতিক্রমী ধরনের প্রতিবাদ করে বসলেন স্থানীয় এক বিধায়ক। ব্রিজ নির্মাণের ধীরগতির প্রতিবাদ জানাতে ড্রেনে নেমে দাঁড়িয়ে যান শ্রীধর রেড্ডি নামের এক এমএলএ।

নির্বাচনী এলাকা পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতিসহ নানা অনিয়মের তথ্য পান তিনি। যার প্রতিবাদে গণমাধ্যমের সামনে ড্রেনে জমে থাকা নোংরা পানিতে নেমে পড়েন তিনি। তার সাথে শামিল হন দলীয় কর্মকর্তারাও।

আরও পড়ুন: দেখা করতে না চাওয়ায় প্রেমিকার বাড়ির ওপরে ট্রাক উঠিয়ে দিলেন প্রেমিক!

বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বারবার তাগাদা দেয়ার পরও টনক নড়েনি তাদের। এক পর্যায়ে ড্রেনের পাশে বসে পড়েন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। এ সময় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান এলাকাবাসী।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply