রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

|

ছবি: প্রতীকী

রাজধানীর আব্দুল্লাহপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাহেদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক রাজশাহীর বাসিন্দা।

বুধবার রাতে আবদুল্লাহপুর ব্রিজে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠিয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত যুবকের কাছে থাকা জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ড থেকে যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি রাজশাহীর বাসিন্দা। এ বিষয়ে টঙ্গী থানা পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply