জর্জিয়ায় বিস্ফোরণ, ভেঙে পড়েছে স্টোনহেঞ্জ স্থাপত্য

|

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বিখ্যাত স্মৃতিস্তম্ভ ‘আমেরিকা’স স্টোনহেঞ্জে’ বিস্ফোরণের ঘটনা হয়েছে। ভেঙে পড়েছে স্থাপত্যটির বড় একটি অংশ। বুধবার (৬ জুলাই) ভোর ৪টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

অঙ্গরাজ্যটির রাজধানী আটলান্টা থেকে ১০০ মাইল পূর্বের শহর এলবার্টনে হয় এ ঘটনা। সিসি ক্যামেরায় বিস্ফোরণের দৃশ্য ধরা পড়লেও কে বা কারা ঘটিয়েছে জানা যায়নি।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন-জিবিআই তাদের টুইটার পোস্টে জানিয়েছে, অজ্ঞাত আততায়ী দূর থেকে ঘটিয়েছে বিস্ফোরণ। কারণ জানতে চলছে তদন্ত। জড়িতদের সন্ধানে অভিযানে নেমেছে বেশ কয়েকটি নিরাপত্তা সংস্থা। অঙ্গরাজ্যটিতে পর্যটকদের অন্যতম আকর্ষণ ১৯ ফুট লম্বা আমেরিকা’স স্টোনহেঞ্জ। ১৯৮০ সালে স্থাপিত হয় এটি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply