ঈদের আগে হঠাৎ চড়া লবণের দাম, প্রভাব পড়বে চামড়ার দামে

|

ছবি: সংগৃহীত।

হঠাৎ করেই বেড়েছে লবণের দাম। বস্তা প্রতি দাম বেড়েছে তিন থেকে চারশ টাকা। ফলে চামড়া সংরক্ষণে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। আড়তদাররা বলছেন, লবণের মূল্যবৃদ্ধি চামড়ার দামে প্রভাব ফেলবে। কঠিন হবে চামড়ার কাঙ্ক্ষিত দাম ধরে রাখা। তাই আগে থেকেই কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি দরকার ছিল বলে মানে করেন তারা।

চামড়া সংরক্ষণে লবণ অপরিহার্য। তাই বেশিরভাগ আড়তে আগ থেকেই লবণ সংরক্ষণ করা হয়েছে। কিন্তু অন্য যেকোনো সময়ের তুলনার এবার লবণের দাম মাত্রাতিরিক্ত। ৭৫ কেজির একেক বস্তা লবণের দাম এখন ১১০০ টাকা। কিন্তু দুই মাস আগেও বস্তাপ্রতি দাম ছিল ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে। সময় মতো কার্যকর পদক্ষেপ না নেয়ার কারণেই এই সঙ্কট তৈরি হয়েছে বলে মনে করেন চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান।

এদিকে, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, কোরবানির ঈদের সময় দরকার প্রায় এক লাখ টন লবণ। কিন্তু চাহিদার তুলনায় ঘাটতি তৈরি করা হয়েছে। এর সুযোগ নিয়েছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। লবণের দাম বৃদ্ধির কারণে চামড়ার বেঁধে দেয়া দাম কার্যকর করা চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply