প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, সেপ্টেম্বরের আগে বিদ্যুৎ সংকট কমছে না। দেশজুড়ে লোডশেডিং নিয়ন্ত্রণে বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে যৌথ সভায়। অফিসে ২৫ ডিগ্রির নিচে এসি চালানো যাবে না। বিয়েসহ সব অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।
বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি বিভাগ এবং উৎপাদন, বিতরণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন।
ওয়ার্ক ফর্ম হোমেরও চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বর্তমান পরিস্থিতিকে যুদ্ধ উল্লেখ করে তিনি বলেছেন, এই যুদ্ধ মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, এই সংকট কাটাতে পুরনো গ্যাস ফিল্ডগুলো থেকে কী পরিমাণে গ্যাস পাওয়া যায় সে বিষয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ ও গ্যাসলাইন সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।
/এমএন
Leave a reply