বার্সেলোনায় অনুশীলন শুরু করে দিয়েছেন কেসি

|

ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে এসি মিলান থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছেন মিডফিল্ডার ফ্রাঙ্ক ইয়ানিক কেসি। চার বছরের চুক্তিতে আইভরি কোস্টের এই তারকাকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি।

মাঝমাঠে এসি মলিানের হয়ে গেল ৫ বছর দুর্দান্ত পারফর্ম করেছেন কেসি। গত মৌসুমে ১১ বছর পর এসি মিলানের ইতালিয়ান লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফুটবলার। মাঝমাঠের সব পজিশনে মানিয়ে নিতে পারদর্শী এই মিডফিল্ডারে মুগ্ধ বার্সেলোনা কোচ জাভি।

স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি সাবেক মিডফিল্ডার জাভির অধীনে নিজেকে আরও পরিণত করতে চান কেসি। বার্সায় যোগ দিয়েই অনুশীলন শুরু করেছেন এই আইভরি কোস্ট তারকা।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে ভেপ নিয়ে প্রবেশ করলে বিশাল জরিমানা

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply