ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের অধিনায়ক ধাওয়ান, নেই কোহলি-রোহিত

|

ভারত দল। ফাইল ছবি।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের অধিনায়কত্ব করবেন ওপেনিং ব্যাটার শিখর ধাওয়ান। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন রবিন্দ্র জাদেজা।

২২ জুলাই থেকে শুরু হবে ভারত-উইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বুধবার (৬ জুলাই) ভারতের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়। যেখানে সদ্য করোনা নেগেটিভ হওয়া ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, সাবেক অধিনায়ক ভিরাট কোহলি ও এজবাস্টন টেস্টে অধিনায়কত্ব করা জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেয়া হয়েছে। সেইসাথে বিশ্রাম দেয়া হয়েছে রিশাভ পান্তকেও। স্কোয়াডে জায়গা পেয়েছেন দিপক হুদা, আর্শদিপ সিং, আভেশ খান ও প্রসিধ কৃষ্ণাদের মত একাধিক তরুণ ক্রিকেটার।

আরও পড়ুন: বার্সেলোনায় অনুশীলন শুরু করে দিয়েছেন কেসি

ভারতের একাদশ

শিখর ধাওয়ান, শুভমান গিল, ঈশান কিশান, রুতুরাজ গায়কোয়াড, দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আয়ার, সাঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং আর্শদিপ সিং।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply