Site icon Jamuna Television

সৌদি আরবে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে দেশি-বিদেশি ১০ লাখ মুসলিম অংশ নিয়েছেন। মক্কায় কাবা তাওয়াফের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৭ জুলাই) হজযাত্রীরা মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। গ্রান্ড মসজিদ থেকে মিনার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। আরাফাতের ময়দানে প্রধান আনুষ্ঠানিকতা সামনে রেখে তারা সেখানে হাজির হচ্ছেন।

মিনায় যাত্রার মধ্য দিয়ে হজ পালনের সূচনা হয়, যা শেষ হবে ১২ জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে।

/এনএএস

Exit mobile version