রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এই প্রথম চীনে মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা

|

পরিচালক রামপাল বর্মা ও তার ছবির পোস্টার। ছবি: সংগৃহীত।

রাজনৈতিকভাবে এখনও স্থিতিশীল হয়নি চীন ও ভারতের সম্পর্ক। এরই মধ্যে সিনেমার জগতে এই দুই দেশের মধ্যে সেতুবন্ধন স্থাপন করতে চলেছে ভরাতীয় পরিচালক রামগোপাল বর্মার ছবি ‘লাড়কি: ড্রাগন গার্ল’। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো ভারতীয় সিনেমা মুক্তি পেতে চলেছে চীনের প্রেক্ষাগৃহে। ডাব করা হয়েছে চীনা ভাষায়ও। খবর ইন্ডিয়া হেরাল্ডের।

আগামী ১৫ জুলাই মুক্তি পেতে চলেছে ‘লাড়কি: ড্রাগন গার্ল’। মোট ৬টি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি। ছবিটি দেখা যাবে হিন্দি, তামিল, মালায়লম, কন্নড়, তেলুগু ভাষাতেও। তবে চমক হলো, এবারই প্রথম চাইনিজ ভাষায় মুক্তি পাচ্ছে কোনো ভারতীয় সিনেমা। শুধু তাই নয় চীনের প্রায় ৪০ হাজার পর্দায় ব্যাপক পরিসরে ছবিটি প্রদর্শিত হবে। ‘লাড়কি: ড্রাগন গার্ল’ ছবিটি নিয়ে তাই অনেক বেশি আশাবাদী পরিচালক রামগোপাল বর্মা।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ছোটবেলা থেকেই আমি ব্রুস-লির ভক্ত। এই ছবি নিয়ে আমি সব থেকে বেশি আশাবাদী। আগামী ১৫ জুলাই আমার স্বপ্ন ও এই ছবি একই সঙ্গে সারা পৃথিবীতে মুক্তি পেতে চলেছে, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply