Site icon Jamuna Television

পুলিশে চাকরি পেল বিড়াল

শিরোনাম দেখে অনেকেরই হয়তো চোখ কপালে উঠবে। বিড়াল পেল পুলিশের চাকরি!
নাম প’ফিশার ডোনাট। উচ্চতা ঠিকঠাক। গায়ের রং ধূসর। ইন্টারভিউও দিয়েছে বেশ দারুণভাবে। সবমিলিয়ে বেশ স্মার্টই।

এত সব গুণ যখন রয়েছে তাহলে পুলিশে চাকরি হতে বাধা কোথায়?

তাই মিশিগান পুলিশে চাকরিটা পাকা করে ফেলেছে ছোট্ট বিড়াল ছানাটি।

ইনসাইডার নিউজের এক সংবাদ থেকে জানা যায়, বিড়াল প্রজাতির ইউনিটে সার্ভিস দেবেন এই নতুন পুলিশ অফিসার!

প’ফিশার ডোনাটকে অবশ্য উদ্ধার করা হয় একটি বিশেষ অবস্থা থেকে। আর এখন সে মিশিগান পুলিশ বিভাগের নতুন সদস্য। রীতিমতো আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে সে মিশিগান পুলিশের ওই বিভাগে যোগদান করেছে।

মানুষের মধ্যে পালিত পশু দত্তক নেয়ার প্রবণতা বাড়াতে ও পালিত পশুদের উদ্ধার করতে এবং মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে এই বিড়াল পুলিশ অফিসারকে ব্যবহার করা হবে।

Exit mobile version