অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন বরিস; নীতিগত পরিবর্তন না আনার প্রতিশ্রুতি

|

যুক্তরাজ্যের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকলেও নীতিগত কোনো পরিবর্তন আনবেন না বরিস জনসন। বারবারই বিষয়টি আশ্বস্ত করছেন তিনি। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৮ জুলাই) চাপের মুখে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি প্রধানের পদ থেকে সরে দাঁড়ান বরিস জনসন। কিন্তু নতুন সরকার প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত তার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকা নিয়েও রয়েছে অসন্তোষ। ব্রিটিশ রাজনৈতিক দলটির প্রধান কে হচ্ছেন, সেটি আগামী সপ্তাহেই নিশ্চিত হওয়া যাবে।

এরইমধ্যে অ্যাটর্নি জেনারেল সুয়েল্লা ব্র্যাভারম্যান ও সংসদ সদস্য টম টুগেনধাত নিশ্চিত করেছেন প্রার্থিতা। তবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী পেতে সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। গণমাধ্যমগুলো বলছে, পরবর্তী সরকার প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ও যোগাযোগমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply