পশ্চিমা বিশ্বকে পুতিনের চ্যালেঞ্জ: রণক্ষেত্রে মস্কোকে হারানোর চেষ্টা করো

|

রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে হারানোর বিষয়ে পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিষেধাজ্ঞা ও কিয়েভকে অস্ত্র সরবরাহের মধ্য দিয়ে ছদ্মযুদ্ধ তৈরি করছে পশ্চিমারা এমন অভিযোগ করেছেন তিনি। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৮ জুলাই) রুশ রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে কড়া বার্তা দেন পুতিন। বলেন, ইউক্রেনে রুশ অভিযান কেবল শুরু হলো। কিয়েভের হয়ে লড়াইয়ে অংশ নিয়ে যুদ্ধের পরিধি বড় করছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমারা। সোজাসাপটা বলেন, সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে, শান্তি চুক্তির সম্ভাবনা তত ক্ষীণ হবে। তবে মস্কোর তরফ থেকে আলোচনার পথ খোলা বলেও দাবি করেন। পশ্চিমা দেশগুলোর শত্রুতাপূর্ণ আর অনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব অনেকটাই ঠেকিয়েছে মস্কো এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা মাথারা দশকের পর দশক ধরেই রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী আচরণ করছে। শুনছি, তারা আমাদের যুদ্ধক্ষেত্রে হারাতে চায়। ঠিক আছে, চেষ্টা করুক। আমরা শান্তি আলোচনার পথ বন্ধ করছি না। তবে যারা এই প্রক্রিয়া নষ্ট করছে, তাদের জানা উচিত, সংঘাত যত দীর্ঘায়িত হবে চুক্তি ততই কঠিন হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply