ইউরোপকে মাঙ্কিপক্সের কেন্দ্রস্থল বলছে ডব্লিউএইচও

|

মাঙ্কিপক্সের কেন্দ্রস্থলে পরিণত হচ্ছে ইউরোপ। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিশ্ব সাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম।

সংস্থাটির মহাপরিচালক জানান, ৫৮ দেশে ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মাঙ্কিপক্সে। এদের মধ্যে ৮০ শতাংশ রোগীই ইউরোপের। চলতি মাসেই এ নিয়ে জরুরি বৈঠকে বসবে ডব্লিউএইচওর বিশেষ কমিটি। ওই বৈঠকে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্যের জন্য বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা হবে কিনা তা নিয়ে আলোচনা হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রেও আশঙ্কাজনক হারে ছড়িয়েছে মাঙ্কিপক্স। সিডিসির পরিসংখ্যান অনুযায়ী, দেশটির ৩৪টি অঙ্গরাজ্যে ৬ শতাধিক মানুষের আক্রান্ত হয়েছে ভাইরাসে। চলতি সপ্তাহে বিশ্বব্যাপী আক্রান্তের হার ৭৭ শতাংশ বেড়েছে বলেও জানিয়েছে ডব্লিউএইচও।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply