Site icon Jamuna Television

সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর খুন

সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলামিন নামের (১৫) এক কিশোর খুন হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ জুলাই) সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আলমিন নামে ওই কিশোরের মরদেহ উদ্ধা করা হয়। এর আগে গত রাতে সাভারের বাজার রোড এলাকায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলামিন খাঁন ফরিদুপর জেলার কোতয়ালি থানার হাটগোবিন্দপুর গ্রামের আকমল খাঁনের ছেলে। গত ৩ বছর ধরে সাভারের বাজারে রোডে ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি।

পুলিশ ও নিহত কিশোরের বাবা আকমাল খাঁন বলেন, আলামিন সাভার বাজার বাসস্ট্যান্ডে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতো। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। তবে হত্যাকারীদের পরিচয় ও হত্যার কারণ এখনও জানা যায়নি।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছন।

/এডব্লিউ

Exit mobile version