ঘানায় অতি সংক্রামক মারবার্গ ভাইরাসের সংক্রমণ

|

এবার আফ্রিকার দেশ ঘানায় আঘাত হেনেছে অতি সংক্রামক মারবার্গ ভাইরাস। এরই মধ্যে আক্রান্ত দুজনের প্রাণহানি হয়েছে দেশটিতে।

বৃহস্পতিবার (৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানায়, ইবোলার মত উচ্চ সংক্রামক ক্ষমতাসম্পন্ন এ ভাইরাসটি। প্রাথমিকভাবে জ্বর, ডায়রিয়া, বমির মত প্রাথমিক উপসর্গ দেখা দেয় সংক্রমিত ব্যক্তির। আক্রান্তদের মৃত্যুর হার ২৪ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

এ নিয়ে দ্বিতীয় দফা ভাইরাসটি বিস্তারের ঘটনা ঘটলো। এর আগে ১৯৬৭ সালে আফ্রিকায় প্রথমবার ছড়ায় মারবার্গ। সাধারণত বাদুরের মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হয় ভাইরাসটি। আক্রান্ত ব্যক্তির শারীরিক সংস্পর্শের মাধ্যমে ব্যাপক আকারে বিস্তার লাভ করে। এখনও পর্যন্ত এই রোগের কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কৃত হয়নি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply