‘তিনি আমার ঘনিষ্ঠজন ছিলেন’, জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক পররাষ্ট্রমন্ত্রীর

|

ছবি: সংগৃহীত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিনজো আবে আমার ঘনিষ্ঠজন ছিলেন এবং তিনি বাংলাদেশেরও বন্ধু ছিলেন।

ড. মোমেন শিনজো আবের উপর গুলি চালানোর ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে জাপানের জনগণ এক অসাধারণ নেতাকে হারালো। একইসাথে বাংলাদেশ হারালো তার একজন অকৃত্রিম বন্ধুকে। তিনি শিনজো আবের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। এছাড় তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং জাপানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, শুক্রবার (৮ জুলাই) বক্তব্য দেয়ার সময় গুলিবিদ্ধ হন আবে। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থাতেই মারা গেছেন তিনি। তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়া হয়েছিল। যদিও দুটি গুলিই তার গায়ে লেগেছে কিনা তা জানা যায়নি। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন, তার বাম কাঁধে একটি গুলি লেগেছে। সেখান থেকে আশঙ্কাজনকভাবে রক্তক্ষরণ হচ্ছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply