যে ‘ইম্প্যাক্ট’ বা প্রভাবের আশায় ম্যানচেস্টার সিটি থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে টেনেছে লন্ডনের জায়ান্ট আর্সেনাল, সেই প্রভাব দেখাতে ২ মিনিটও নেননি গানারদের নতুন নাম্বার নাইন।
শুক্রবার (৮ জুলাই) নুর্নবার্গের সাথে প্রীতি ম্যাচে মাঠে নামার ৯০ সেকেন্ডের মধ্যেই আর্সেনালের জার্সিতে গোলের দেখা পেয়েছেন জেসুস।
গত ৪ জুলাই এমিরেটস স্টেডিয়ামে এসে পৌঁছান গ্যাব্রিয়েল জেসুস। ম্যানচেস্টার সিটি থেকে ৪৫ মিলিয়ন ইউরোতে আর্সেনালে যোগ দেন তিনি। গোল ডটকমের সাথে আলাপকালে জেসুস জানিয়েছিলেন গানারদের জার্সিতে তার ‘সবকিছু’ জেতার স্বপ্নের কথা। আর মাঠে নামার ৯০ সেকেন্ডের মধ্যেই বল উদ্ধার করে বিল্ডআপে অংশ নিয়ে কি পাস বাড়ানো এবং দারুণ ফিনিশিংয়ে স্কোরশিটে নাম তুলে নিশ্চয়ই গানার সমর্থকদের কাছেও প্রিয় হয়ে যাবেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
আরও পড়ুন: ম্যানইউর প্রাক-মৌসুম সফরে নেই রোনালদো
/এম ই
Leave a reply