Site icon Jamuna Television

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরার দুটি গ্রামে আজ পালিত হচ্ছে ঈদ

সাতক্ষীরার দুটি গ্রামে ঈদের নামাজ পড়ছেন মুসল্লিরা।

সাতক্ষীরা প্রতিনিধি:

সৌদি আরবে শনিবার (৯ জুলাই) পালিত হচ্ছে ঈদ-উল-আযহা। সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী ও বাউকোলা গ্রামের কয়েকটি এলাকার মুসল্লিরা আজ ঈদ-উল-আযহার নামাজ আদায় করেছেন।

শনিবার সকাল সাড়ে সাতটায় বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে মাওলানা মোহাব্বত আলীর ইমামতিতে নামাজ আদায় করেন নারীসহ ৬০-৭০ জন মুসুল্লি। বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাব্বত আলী বলেন, আমরা অন্য দেশের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপন করছি। সাতক্ষীরা

এদিকে, সারাদেশে কোরবানির ঈদ পালিত হবে রোববার (১০ জুলাই)। বিশ্বের অন্যান্য মুসলমানদের সাথে বাংলাদেশেও সর্বোচ্চ ধর্মীয় ভাবগাম্ভীর্য, যথাযোগ্য মর্যাদা, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ উৎসব পালিত হবে। ঈদের দিন রাজধানীসহ দেশের সকল মুসলমান বিনম্র হৃদয়ে ঈদ-উল-আযহার নামায আদায় করবেন এবং নামায শেষে মহান রবের উদ্দেশ্যে পশু কোরবানি দেবেন।

এসজেড/

Exit mobile version