শেষ সময়ে রাজধানীর পশুর হাটে উপচে পড়া ভিড়

|

ঈদের বাকি আর মাত্র ১ দিন। শেষ সময়ে উপচে পড়া ভিড় রাজধানীর পশুর হাটগুলোতে। গতকাল দুপুরের পর থেকেই ক্রেতা বিক্রতাদের হাকডাকে মুখর ছিল গাবতলীর পশুর হাট।

শুক্রবার (৮ জুলাই) বিকেলের পরই ঢল নামে গরু ক্রেতাদের, বিক্রি চলে রাতভর। এদিনও বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা ছিল বেশি। ক্রেতাদের বড় গরুতে অনীহা কিছুটা বিপদেই ফেলেছে বিক্রেতাদের। তাই লাভ কম হলেও ঈদের আগেই বেচে দিতে চান সব গরু। চাহিদার তুলনায় কুরবানির পশু বেশি থাকায় কিছুটা বিপাকে ব্যাপারীরা।

তবে সন্ধ্যা থেকে কুরবানির হাটে সাধারণ ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাধ্যের মধ্যে পছন্দের গরু কিনতে পেরে খুশি তারা্।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply