Site icon Jamuna Television

বিশ্বের নানা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বিশ্বের নানা দেশে জামাত আদায়ের মধ্যে দিয়ে শুরু হলো পবিত্র ঈদুল আজহা উদযাপন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও।

সংযুক্ত আরব আমিরাতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে শুরু হয় ঈদের জামাত। সাতটি প্রদেশে করোনা স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময় পরপর হয় নামাজ। আমিরাত সরকার আগেই ঘোষণা করেন প্রত্যেক মুসল্লিকে মানতে হবে শারীরিক দূরত্ব, স্যানিটাইজেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। মসজিদগুলোয় স্থানীয়দের পাশাপাশি নামাজ আদায় করেন বহু প্রবাসী বাংলাদেশি। এরপরই তারা সাধ্যমতো পশু কোরবানি দেন।

এদিকে কাতারের বিভিন্ন মসজিদেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে আদায় করা হয়েছে ঈদের জামাত। রীতি মেনে পশু কোরবানি দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

/এডব্লিউ

Exit mobile version