Site icon Jamuna Television

টাঙ্গাই‌লে গভীর রাতে বাস ও অটোভ্যানের সংঘ‌র্ষ; আপন ২ ভাইসহ ৪ জ‌নের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাই‌লের ধনবা‌ড়িতে বাস ও অটোভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ৪ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (৮ জুলাই ) রাত পৌনে ২টার দি‌কে জামালপুর-ধনবা‌ড়ি সড়‌কের উপ‌জেলার নল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সাম‌নে এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, জেলার গোপালপুর উপজেলার সু‌তি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকা‌রের ছে‌লে ও অটোভ্যান চালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শ‌হি‌দের ছে‌লে সাইফুল ইসলাম (২২), সাইফু‌লের ভাই মৃদৃল (১৫) ও একই গ্রা‌মের ফজলুলের ছে‌লে হাসান (১৯)।

ধনবা‌ড়ি থানার ডিউ‌টি অ‌ফিসার এএসআই আ‌শিকুজ্জামান জানান, জামালপুর থে‌কে ঢাকাগামী এক‌টি বা‌সের সা‌থে বিপরীত দিক থে‌কে আসা অ‌টোভ্যানের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থ‌লে অটোভ্যানের চালকসহ দুইজ‌নের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় আ‌রেও দুইজন। তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেওয়ার পর সেখানকার চি‌কিৎসক তা‌দের মৃত‌ ঘোষণা ক‌রেন।

তি‌নি আ‌রও জানান, ময়নাতদন্ত ছাড়া রা‌তেই নিহত‌দের মর‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

জেডআই/

Exit mobile version