Site icon Jamuna Television

আজ মুজদালিফা থেকে মিনায় ফিরবেন হাজিরা

আজ মুজদালিফা থেকে মিনায় ফিরবেন লাখ লাখ হাজি। শেষ করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেবেন পশু কোরবানি।

শুক্রবার (৮ জুলাই) আরাফাতের ময়দানে একযোগে জুমা এবং আসরের নামাজ আদায় করেন কমপক্ষে ১০ লাখ মুসল্লি। খুতবায় পাপ মোচন এবং বিশ্ব শান্তি কামনা করেন সৌদি আরবের সাবেক বিচারমন্ত্রী শায়খ ড. মুহম্মদ বিন আব্দুল করিম আল ইসা। বাংলাসহ ১৪ ভাষায় সম্প্রচারিত হয় সেই খুতবা।

আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে সূর্যাস্তের পর হাজিরা রওয়ানা হন মুজদালিফায়। সেখানে মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করেন। রাতে অবস্থান করে শয়তানকে মারার জন্য হাজিরা সংগ্রহ করেন পাথর। ভোরে মিনায় ফিরে আল-জামারায় শয়তানের প্রতীক লক্ষ্য করে পাথর ছুড়বেন।

পশু কোরবানির পর মাথা মুণ্ডন করে ইহরামের কাপড় ছাড়বেন হাজিরা। পরে মক্কায় ফিরে তাওয়াফ করবেন পবিত্র কাবা শরিফ।

/এডব্লিউ

Exit mobile version