শেষপর্যন্ত টুইটার কিনছেন না ইলন মাস্ক, যে কারণে চুক্তি বাতিল

|

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে এলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। শুক্রবার (৮ জুলাই) এ ঘোষণা দেন টেসলা ও স্পেসএক্স সিইও।

স্পেসএক্স সিইও জানান, ভুয়া অ্যাকাউন্ট বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হয়েছে টুইটারের কর্তৃপক্ষ। সে কারণেই বাতিল ঘোষণা করা হয়েছে বহুল আলোচিত চুক্তিটি। এ ছাড়াও টুইটার চুক্তির একাধিক বিধান লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ইলন মাস্কের আইনজীবী জানান, টুইটারকে তাদের প্ল্যাটফর্মের ফেক ও স্প্যাম অ্যাকাউন্টের তথ্য দিতে একাধিকবার অনুরোধ করা হলেও তারা সেটি দিতে ব্যর্থ হয়েছে। অথবা তারা সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তাছাড়া টুইটার বেশকিছু মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল। যেসব তথ্যের ওপর ভিত্তি করেই টুইটার কেনার সিদ্ধান্ত নেন ইলন মাস্ক এমনটাও বিবৃতিতে যোগ করেন আইনজীবী।

চলতি বছর সামাজিক যোগাযোগ মাধ্যমটি কেনার ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দেন ধনকুবের মাস্ক।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply