শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া ১২ জুলাই, রাজধানীতে নেয়া হয়েছে মরদেহ

|

আগামী ১২ জুলাই আততায়ীর হামলায় নিহত এবং সাবেক জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া। ইতোমধ্যে নারা শহরের হাসপাতাল থেকে রাজধানীতে নেয়া হয়েছে তার মরদেহ।

টোকিওতে তার বাসভবনে রাখা হবে মরদেহ। সেখানে উপস্থিত রয়েছেন খোদ প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তার তত্ত্বাবধানেই রাষ্ট্রীয়ভাবে জানানো হবে শোক ও শ্রদ্ধা।

ক্ষোভ থেকেই জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যা করেছেন বলে শুক্রবার পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন ৪১ বছরের হামলাকারী তেৎসুয়ো ইয়ামাগামি। তিনি ৩ বছর নৌবাহিনীতে কর্মরত থাকলেও বর্তমানে বেকার। তার দাবি, সুনির্দিষ্ট একটি সংগঠনের সাথে জড়িত ছিলেন আবে সেটির ওপরই তিনি ক্ষুব্ধ।

শুক্রবার নারা শহরে নির্বাচনি প্রচারণা চালানোর সময় শিনজো আবেকে লক্ষ্য করে ছোড়া হয় গুলি। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হলে বিকালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply