Site icon Jamuna Television

মেসি-নেইমারদের ছেড়ে য়্যুভেন্টাসে ডি মারিয়া

পিএসজির সতীর্থদের সাথে উদযাপনে ব্যস্ত ডি মারিয়া। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা নেইমারদের সতীর্থ আর থাকছেন না অ্যাঞ্জেল ডি মারিয়া। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এবার য়্যুভেন্টাসে যোগ দিয়েছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। শুক্রবার (৮ জুলাই) এক বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।

পিএসজির হয়ে ৭ মৌসুমের ৫টি লিগ ওয়ান শিরোপা জেতেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা হয় ফরাসি চ্যাম্পিয়নদের। তাই নতুন করে আর ডি মারিয়ার সাথে চুক্তি করেনি পিএসজি। ফলে জুন থেকে দলবিহীন হয়ে পড়েন ডি মারিয়া। শুক্রবার সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে দলে টেনে নেয় য়্যুভেন্টাস।

ছবি: সংগৃহীত

আরও পড়ুন: টানা ৪র্থ উইম্বলডন শিরোপা থেকে ১ ধাপ দূরে জোকোভিচ

এর আগে রিয়াল মাদ্রিদে সফল ৪ মৌসুম কাটানোর পর ২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ডি মারিয়া। ইংল্যান্ডে ভালো সময় না কাটায় ২০১৫ সালে যোগ দেন পিএসজিতে। সূত্র: গোল.কম।

জেডআই/

Exit mobile version