বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

|

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হওয়া উত্তেজিত জনতা।

আন্দোলনের মুখে টিকতে না পেরে এবার বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেডিসেন্ট গোতাবায়া রাজাপাকসে। ইতোমধ্যে প্রেসিডেন্টের বাসভবনের নিয়ন্ত্রণ নিয়েছে বিক্ষোভকারীরা। খবর এএফপির।

শনিবার (৯ জুলাই) আন্দোলনরত বিক্ষোভকারীরা গোতাবায়ার বাসভবন ঘিরে ফেললে বাসভবন ছেড়ে পালিয়ে যান, বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। সামরিকবাহিনীর একটি উচ্চ পর্যায় থেকে বিষয়টি এএফপিকে নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে টেলিভিশনে প্রচারিত খবরে দেখা যায়, বিক্ষোভকারীরা নেতাদের পদত্যাগের দাবিতে সকাল থেকে বাসভবনের সামনে আন্দোলন করতে থাকে। 

শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য তাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। বিক্ষোভকারীরা সেনা প্রহরা ও ব্যারিকেড ভেঙে বাসভনের ভেতরে ঢুকে পড়ে। তাদের নিরস্ত করতে সৈন্যরা ফাঁকা গুলি ছুড়লেও সেনা সদস্যরা সুবিধা করতে পারেননি।

/এসএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply