রংপুরে শেষ মুহূর্তে গরুর দাম চড়া, হাসিল আদায় হচ্ছে দ্বিগুণ

|

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

শেষ মুহূর্তে এসে রংপুরের কোরবানির পশুর হাটগুলোতে ভিড় বেড়েছে বহুগুণ। দামের দিকে না তাকিয়ে চাহিদামত পশু ক্রয় করার আগের দিনের তুলনায় প্রতি গরুতে দাম বেড়েছে ৫ থেকে ১০ হাজার টাকা।

শনিবার (৯ জুলাই) সকাল থেকে পশুর সাথে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় উত্তরাঞ্চলের বৃহত্তম গরুর হাট রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি। ক্রেতারা আর অপেক্ষায় না থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন। এ কারণে আজকের হাটে গরুর দামও খানিকটা বেশি। তবে সেটা গা করছেন না ক্রেতারা। যদিও বিক্রেতারা বলছেন তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না।

এদিকে এই হাটে ৫০০ টাকা ক্রেতার কাছে হাসিল নেয়ার বিধান থাকলেও তা নেয়া হচ্ছে ১ হাজার টাকা। আর বিক্রেতার কাছ থেকে কোনো টাকা নেয়ার নিয়ম না থাকলেও নেয়া হচ্ছে ৫০০ টাকা। এনিয়ে ক্ষুব্ধ ক্রেতা-বিক্রেতারা। শুধু এই হাটেই নয়, রংপুর বিভাগের আট জেলার আটান্ন উপজেলার ৫ শতাধিক হাটেই বাড়তি হাসিল নেয়া হচ্ছে।

বেতগাড়ি হাটের ইজারাদার আবেদ আলী জানিয়েছেন, ঈদ উপলক্ষে খরচ বেশি। সেকারণে বাড়তি টাকা নেয়া হচ্ছে। সব হাটেই ক্রেতার কাছ থেকে বাড়তি এবং বিক্রেতার কাছ থেকে টাকা নেয়া হচ্ছে।

তবে কেউ বাড়তি হাসিল নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন গঙ্গাচড়া উপজেলা নিবাহ কর্মকর্তা এরশাদ আলী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply