মৃত্যু হলে দায় নিজের; এমন শর্তেও জাতীয় দলে খেলতে চেয়েছিলেন মানে!

|

সাদিও মানে। ছবি: সংগৃহীত

দেশের হয়ে খেলতে ডেথ কন্ট্রাক্টে সই করতে চেয়েছিলেন সেনেগাল তারকা সাদিও মানে। বায়ার্ন মিউনিখে যোগ দেয়া সাদিও মানে স্বীকার করেছেন, নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে ইনজুরি নিয়েও খেলতে চেয়েছিলেন তিনি। আর মাঠে যদি তিনি জীবনও হারান, তবু তার সকল দায়িত্ব থাকবে তার নিজেরই।

নেশনস কাপের দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষক ভজিনহার সাথে সংঘর্ষে মাথায় আঘাত পান মানে। আঘাত এতোটাই গুরুতর ছিল যে, সেনেগাল ফেডারেশনের কাছে ৫ দিনের বিশ্রাম দেয়ার অনুরোধ জানিয়েছিল মানের ক্লাব লিভারপুল। এমনকি পরের ম্যাচ না খেলার জন্য চিকিৎসকেরাও পরামর্শ দিয়েছিলেন। তবে দেশের হয়ে খেলার জন্য এতোটাই উদগ্রীব ছিলেন যে, মৃত্যু হলে সেই দায় নিজেই নিতে চেয়েছিলেন সাদিও মানে।

ছবি: সংগৃহীত

লিভারপুল থেকে সদ্যই বায়ার্নে যোগ দেয়া মানে সেই সময়ের ব্যাপারে প্রো ডিরেক্ট সকার ফ্রান্সের সাথে আলাপচারিতায় বলেন, কেপ ভার্দের সাথে ইনজুরির পর কনকাশন হয়েছিল আমার। সেদিন এ ব্যাপারে কোনো কথাই বলিনি আমি। লিভারপুল আমাদের ফেডারেশনের ওপর আমাকে বিশ্রাম দেয়ার ব্যাপারে চাপ প্রয়োগ করেছিল। ফিফার কাছেও চিঠি দিয়েছিল তারা একই কারণে। কিন্তু তার মানেই হলো আমি কোয়ার্টার ফাইনাল মিস করতে যাচ্ছি। জাতীয় দলের চিকিৎসকও আমাকে বিশ্রামের কথা বলেছে জোর দিয়ে। তহকন আমি কোচকে ডেকে বলি, ফিজিও চাননা আমি খেলি। কিন্তু আমাকে অবশ্যই শুরুর একাদশে রাখতে হবে।

ছবি: সংগৃহীত

সাদিও মানে আরও বলেন, আমি ফেডারেশনের প্রেসিডেন্টকে ফোন করে বলি, আমাদের মিটিংয়ে বসতে হবে। কারণ, আমাকে খেলতেই হবে। নিজের জীবনও দিয়ে দিতে পারি আমি। আমি জানি, আমার খেলা উচিত হবে না। কিন্তু এ নিয়ে চুক্তি হয়ে যাক। কিছু হয়ে গেলে তার সকল দায় আমার। আমি যদি মরেও যাই তবু ফেডারেশন আমার চুক্তি দেখিয়ে বলতে পারবে, নিজের সিদ্ধান্তেই খেলেছে মানে। তহকন বোর্ডের কর্তারা আমাকে বলেন, না, সাদিও, এ অবস্থায় তুমি খেলতে পারো না। আর আমি বলেছিলাম, এই নিয়ে প্রশ্ন ওঠাই অমূলক!

ছবি: সংগৃহীত

এরপর কোয়ার্টার ফাইনালে খেলেন সাদিও মানে, আর দল জেতে ৩-১ গোলে। এরপর সেমিতে বুরকিনা ফাসো এবং ফাইনালে মিসরকে হারিয়ে নেশনস কাপ জেতে মানের সেনেগাল। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন সেনেগাল অধিনায়ক সাদিও মানে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply