শ্রীলঙ্কার গণবিক্ষোভে এবার জনগণের সঙ্গে যোগ দিলেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার সনাৎ জয়সুরিয়াও। টুইটারে বিক্ষোভ নিয়ে একাধিক টুইট করেছেন তিনি।
শনিবার (৯ জুলাই) সকালে কয়েক হাজার বিক্ষোভকারী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছে। এ ঘটনার পর সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন গোতবায়া রাজাপাকসে।
টুইটারে বিক্ষোভ নিয়ে একাধিক টুইট করেছেন জয়সুরিয়া। এক টুইটে তিনি লিখেন, কোনো ব্যর্থ নেতাকে প্রত্যাখ্যান করার জন্য তার দেশকে কখনো এতটা সঙ্ঘবদ্ধ হতে দেখেননি।
তিনি আরও লিখেছেন, তিনি সবসময় শ্রীলঙ্কানদের পাশে ছিলেন। খুব শীঘ্রই লোকজন বিজয় উদযাপন করবে। আর এটা (বিক্ষোভ) কোনো প্রকার সহিংসতা ছাড়া চলা উচিত।
উল্লেখ্য, ১২ বছর আগে রাজনীতিতে যোগ দেন জয়সুরিয়া। মাহিন্দা রাজাপাকসে নেতৃত্বাধীন ইউএফপিএ সরকারের মন্ত্রীও হন তিনি। ২০১৫ সালে সংসদ ভেঙে দেয়ার পর ভোটে লড়েননি। তবে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাকে মাঝেমধ্যেই মুখ খুলতে দেখা যায়।
https://twitter.com/Sanath07/status/1545693749400854529?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1545693749400854529%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tbsnews.net%2Fbangla%2Finternational%2Fnews-details-101390
ইউএইচ/
Leave a reply