চলমান হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে শয়তানকে উদ্দেশ্য করে পাথর ছুড়েছেন পাকিস্তানি কিংবদন্তী পেসার শোয়েব আকতার। সেখানে কোনো স্পিডোমিটার না থাকলেও ধারণা করা হচ্ছে ঘণ্টায় ১০০ মাইল বেগে পাথর ছুড়েছেন শোয়েব। খবর অনলাইন জিও নিউজের।
জানা গেছে, এবার সৌদি আরব সরকারের বিশেষ অতিথি হিসেবে পবিত্র হজ পালন করছেন শোয়েব। সেখান থেকেই হজ সংক্রান্ত প্রতিটি কর্মকাণ্ডের আপডেট জানান দিয়েছেন তিনি।
মিনায় শোয়েব আকতারের পাথর ছোড়ার ভিডিও দেখুন এখানে
জিও নিউজ জানিয়েছে, মিনায় শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন শোয়েব। নিক্ষিপ্ত ওই পাথরের গতি ছিল ঘণ্টায় ১০০ মাইল। তবে নিজের ইন্সটাগ্রামে শোয়েব বলেছেন, পাথরের গতি আমি মাপিনি। তবে নিঃসন্দেহে ক্ষোভের গতি ঘণ্টায় ১০০ মাইল ছিল। মিনায় পাথর ছোড়ার সময় ভিডিওতে শোয়েবকে বলতে শোনা যায়, ইসকো ছোড়না নেহি। অর্থাৎ, একে (শয়তান) ছেড়ো না।
/এসএইচ
Leave a reply