যেভাবে ঈদ উদযাপন করছেন বিশ্বের মুসলিম খেলোয়াড়রা

|

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত।

সরাবিশ্বের মুসলিমদের মতোই ঈদ উদযাপন করছেন মুসলিম ক্রিকেটার ও ফুটবলাররা। বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম হজ্জ পালন করতে গিয়ে মক্কা থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। এছাড়াও ভারতের মোহাম্মদ শামি, সিরাজ থেকে শুরু করে পাকিস্তানের শোয়েব মালিক, আফগানিস্তানের মোহাম্মদ নবীও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। ঈদের আনন্দে শরিক হয়েছেন করিম বেনজেমা, মেসুত ওজিলের মতো মুসলিম ফুটবলাররা।

জাতীয় দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজে ঈদ উদযাপন করছে। তবে হজ্জ পালন করতে যাওয়া মুশফিকুরর রহিম মক্কায় করেছেন কুরবানি। সেখান থেকেই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুশি।

এই মুহূর্তে ইংল্যান্ড সফরে ভারত। সেখানেই ঈদের নামাজ আদায় করেছেন দলের চার মুসলিম ক্রিকেটার। মোহাম্মদ সামি, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ ও আবেশ খান ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন একসাথে।

সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল এখন শ্রীলঙ্কাতে। দলের একমাত্র মুসলিম ক্রিকেটার ওসমান খাজা লঙ্কাতেই ঈদের নামাজ আদায় করেছেন। পরে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এদিকে শোয়েব মালিকের মতো পাকিস্তানের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা ঈদের আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করে নিয়েছেন ভক্তদের সাথে।

চার সন্তানকে নিয়ে ছবি পোস্ট করে আফগানিস্তান ক্রিকেট ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী।

ফুটবল বিশ্বে এই মুহূর্তের অন্যতম সেরা তারকা করিম বেনজেমা তার ছেলে ইব্রাহিমের সাথে ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মেসুত ওজিলও শরিক হয়েছেন এই আনন্দে। মুসলিম মালিকানাধীন ইউরোপের দুই জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি ও পিএসজি ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply