বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এ বন্যায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে।
জানা গেছে, বেলুচিস্তান ও গিলগিট অঞ্চলে এখনও পানিবন্দি বেশ কয়েকটি জেলা। ভারি বৃষ্টি অব্যাহত অনেক অঞ্চলেই। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বেলুচিস্তানের দক্ষিণাঞ্চল।
শনিবার (৯ জুলাই) প্রদেশটির প্রশাসন জানায়, এরই মধ্যে ভেঙে গেছে আটটি বাঁধ। তলিয়ে গেছে বহু রাস্তাঘাট-ঘরবাড়ি। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অসংখ্য মানুষ। উঁচু জায়গায় তাঁবু গেড়ে দিন কাটাচ্ছেন অনেকেই। স্থানীয় প্রসাশন জানিয়েছেন, তীব্র দাবদাহে হিমবাহ গলে সৃষ্টি হয়েছে আকস্মিক এ বন্যা।
/এসএইচ
Leave a reply