উপমহাদেশের দেশগুলোয় আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জামাতের সাথে নামাজ আদায়ের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা।
ইন্দোনেশিয়ার রাজধানীর আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের মূল জামাত। কয়েক হাজার মুসল্লি একত্রে কাতারে দাঁড়িয়ে আদায় করেন ঈদের নামাজ।
এবার, বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের দেশ ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়েছে গবাদি পশুর ভাইরাস রোগ- এইচএফএমডি। তাতে, আক্রান্ত হয়েছে দেশটির ৩ লাখ ৩৬ হাজারের বেশি গরু-ছাগল-ভেড়া। ঈদের আগেই দু’হাজারের বেশি গবাদি পশু মারা গেছে ছোঁয়াচে রোগটিতে। যে কারণে, ব্যাহত হয়েছে কোরবানির আনুষ্ঠানিকতা। ইমাম ঈদের নামাজের খুতবায় গবাদিপশুর রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করেন।
রোববার (১০ জুলাই) সকালে ভারতের নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী জামে মসজিদে হয় ঈদের প্রথম জামাত। খুতবায় দেশ ও জাতির কল্যাণ কামনা করেন প্রধান ইমাম। নামাজ পড়তে আসা মুসল্লিরাও কোরবানির মূল উদ্দেশ্য ধারণের আহ্বান জানান। বলেন, শুধু পশু কোরবানি নয় বরং লোভ-ঘৃণার মতো রিপুকেও কোরবানি দিতে হবে।
/এসএইচ
Leave a reply