Site icon Jamuna Television

রাজশাহীতে কোরবানির বিলিয়ে দেয়া মাংস বিক্রি

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে ভিড় করে কোরবানির বিলিয়ে দেয়া মাংস কিনেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ঈদের দিন রোববার (১০ জুলাই) দুপুর থেকে নগরীর রেলগেট, নিউমার্কেট, আমচত্বর, ভদ্রা, তালাইমারী, কোর্ট স্টেশন, নওদাপাড়া বাজারসহ নগরীর বিভিন্ন স্থানে এই মাংস বেচাকেনা জমে ওঠে।

ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো। আধা কেজি, এক কেজি, কেউবা দুই থেকে তিন কেজিও কিনেছেন। প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা থেকে ৬০০ টাকা এবং খাসির মাংস ৭ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এ মাংস বিক্রি করেছেন কোরবানির পশু কাটতে সহায়তা করে মাংস পেয়েছেন কিংবা যারা বিভিন্ন বাড়ি থেকে মাংস সংগ্রহ করেছেন তারা।

এদিকে, যাদের কোরবানি দেয়ার সামর্থ্য নেই এবং অন্যের বাড়ি থেকে মাংস হাত পেতে নিতে সংকোচ বোধ করেন তারাই এখান থেকে এসব মাংস কিনেছেন।

ইউএইচ/

Exit mobile version