Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৪

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় বন্দুক হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন। শনিবার রাতের ওই গোলাগুলিতে আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। খবর আলজাজিরার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গের সোয়েটর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মিনিবাসে করে আসা একদল ব্যক্তি গভীররাতে প্রবেশ করে পানশালায়। সেখানে থাকা মানুষজনের ওপর নির্বিচারে ছোড়ে গুলি।

রোববার সকালে মরদেহগুলো সরানো শুরু করে পুলিশ। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন হত্যাকাণ্ড ঘটানো হলো- সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে হামলার মোটিভ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানতে পারেনি পুলিশ।

মাত্র দু’সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে একটি পানশালায় ২১ জনের মরদেহ পাওয়া যায়। কিন্তু তাদের শরীরে গুলি বা পদদলিত হওয়ার চিহ্ন পাওয়া যায়নি।

ইউএইচ/

Exit mobile version