ব্রাহ্মণবাড়িয়ায় নিম্নবিত্তের মাংসের হাট, বিক্রি প্রায় ১০ লাখ টাকা

|

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া শহরে বসেছে কোরবানির মাংসের অস্থায়ী হাট। রোববার (১০ জুলাই) বিকেলে শহরের মঠের গোড়া ও টি. এ. রোডে এ হাট বসে। হাটে বিভিন্ন স্থান থেকে মাংস নিয়ে আসেন কসাইরা। নিম্ন ও মধ্যবিত্তরা কোরবানি দিতে না পেরে এই হাট থেকে গরু-মহিষের মাংস কিনছেন।

কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমী কসাইরা গরু কাটাকাটি করে যেসব মাংস পেয়েছেন, সেগুলো এই হাটে বিক্রি করেছেন। এছাড়া ছিন্নমূল নারী-পুরুষরাও বিভিন্ন বাসা-বাড়ি থেকে সংগ্রহ করা মাংস বিক্রি করেছেন হাটে। আর নিম্ন ও মধ্যবিত্তরা বাজারের চেয়ে কিছুটা কম দামে এ সব মাংস কিনেছেন।

প্রতি কেজি মাংস বিক্রি হয়েছে ৪০০ থেকে ৬০০ টাকা দামে। কেউ কেউ আরও বেশি দামে বিক্রি করেছেন। হাটে ৩ শতাধিক বিক্রেতা এসেছেন মাংস নিয়ে। এ হাটে প্রায় ১০ লাখ টাকার মাংস বেচাকেনা হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply