শ্রীলঙ্কায় অস্থিরতার জন্য রাশিয়াকে দায়ী করলো যুক্তরাষ্ট্র

|

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় চলমান অস্থিরতার জন্য রাশিয়াকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। রোববার (১০ জুলাই) ব্যাংকক সফরে গিয়ে ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া ইউক্রেনের যেসব খাদ্য শস্য আটকে রেখেছে, সেটির কারণে শ্রীলঙ্কায় এমন অস্থিরতা দেখা দিতে পারে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেছেন, আমরা রাশিয়ার আগ্রাসনের প্রভাব সব জায়গায় দেখতে পাচ্ছি। খুব সম্ভবত তাদের আগ্রাসনের কারণে শ্রীলঙ্কায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ বিশ্বব্যাপী এর প্রভাব নিয়ে আমরা চিন্তিত৷

ব্লিঙ্কেন রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, তারা ইউক্রেনের যে ২০ মিলিয়ন টন শস্য আটকে রেখেছে সেগুলো যেন ছেড়ে দেয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply