রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী পাংশা পৌরসভার নারায়ণপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু মুসা (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১০ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে নারায়ণপুর কৃষি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু মুসা পাংশা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
জানা যায়, মোটরসাইকেল নিয়ে ঈদের ঘুরতে বেরিয়ে পাংশা পৌর এলাকার নারায়ণপুর কৃষি ফার্ম এলাকায় অন্য একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ড্রেনের ওপর পরে মাথায় আঘাতপ্রাপ্ত হন মুসা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুসাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এসএইচ
Leave a reply