রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে সরকার নির্ধারিত দামের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। প্রত্যাশিত দামে নিজেরা বিক্রি করতে না পেরে অনেকেই সরাসরি দান করেছেন মাদরাসা অথবা এতিমখানায়।
সরকার নির্ধারিত দাম অনুসরণ না করে প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে ৫শ থেকে ৭শ টাকা। আর ছাগলের চামড়া ৫ থেকে ১০ টাকা। ছোট আকারের ছাগলের চামড়া বিক্রিই করতে পারেননি অনেকে। বেশীরভাগ ক্ষেত্রেই আড়তদারদের বিনামুল্যে ছাগলের দিতে বাধ্য হচ্ছে সংশ্লিষ্টরা।
অভিযোগ রয়েছে, মূলধন বকেয়ার অজুহাত দেখিয়ে অধিক মুনাফার আশায় বড় আড়তদারদের সিন্ডিকেটের কারণেই বাজারের এমন দরপতন, যদিও আড়তদাররা দায়ী করছেন ট্যানারী মালিকদের।
/এসএইচ
Leave a reply