বাংলাদেশ রেলওয়ের টিকিট নিয়ে অব্যবস্থাপনা ও ভোগান্তি সৃষ্টির অভিযোগ তুলে ৬ দফা দাবিতে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
তার ৬ দফা দাবিগুলো হলো-
১. সহজ ডট কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে অথবা সহজকে বয়কট করতে হবে।
২. টিকিট সিন্ডিকেট বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩. টিকিট ক্রয়ের ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
৪. ট্রেনে জনসাধারণের জানমালের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে
৬. ট্রেনের আসন সংখ্যা বাড়ানো অথবা ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। এর সাথে সঠিক সেবার মান ও তথ্যের জবাবদিহিতা নিশ্চিতে শক্তিশালী মনিটরিং টিম গঠন করতে হবে।
চারদিন ধরে কমলাপুর রেলস্টেশনের অবস্থান করছেন তিনি। ঈদটাও করেছেন। তাকে দফায় দফায় স্টেশন থেকে বের দিচ্ছে আনসার সদস্যরা বলেও জানান তিনি।
/এনএএস
Leave a reply