চেলসি নয়, শৈশবের স্বপ্ন পূরণ করতে বার্সায় যাচ্ছেন রাফিনিয়া

|

ছবি: সংগৃহীত

অবশেষে শৈশবের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে রাফিনিয়ার। নতুন মৌসুমে এই ব্রাজিলিয়ান উইঙ্গার মাঠে নামবেন তার প্রিয় ক্লাব বার্সেলোনার জার্সিতে। চেলসির সাথে প্রতিদ্বন্দ্বিতা ও দীর্ঘ নাটকীয়তার পর লিডস থেকে রাফিনিয়াকে নিজেদের ডেরায় ভেড়াচ্ছে কাতালান ক্লাবটি। ৭১ মিলিয়ন ইউরোতে বার্সায় যোগ দিচ্ছেন রাফিনিয়া, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০৪ কোটি টাকা। খবরটি নিশ্চিত করেছে গোল ডটকম।

এবারের দলবদলের বাজারের হট কেক ছিলেন রাফিনিয়া। টানা দুই মৌসুম লিডসের হয়ে প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করায় এই উইঙ্গারকে পেতে লিডসের কাছে প্রস্তাব দিয়েছিল আর্সেনাল, চেলসি ও বার্সেলোনা। প্রস্তাব পাওয়ার পরই শৈশবের স্বপ্নের ক্লাবে বার্সেলোনায় যোগ দেবার সিদ্ধান্ত নিতে এতটুকু দেরি করেননি এই ব্রাজিলিয়ান। কিন্তু বার্সেলোনার অর্থনৈতিক টানাপোড়েনে শঙ্কা জেগেছিল, শেষ পর্যন্ত রাফিনিয়ার সাথে চুক্তিতে আসতে পারবে কিনা বার্সেলোনা। এমন দোটানায় তখন রেসের ঘোড়া ছুটিয়েছিল চেলসি ও আর্সেনাল। ট্রান্সফারের জন্য লিডসকে দেয়া হয় লোভনীয় প্রস্তাব।

তবে সবকিছু পেছনে ফেলে অনড় ছিলেন রাফিনিয়া। কৈশরের পছন্দের ক্লাব বার্সেলোনায় যোগ দেয়ার জন্য সময়ও বেঁধে দেন তিনি। অবশেষে রাফিনিয়ার আবেদনে সাড়া দিয়েছে কাতালান ক্লাবটি। টিভি স্বত্ব বিক্রির পর এই ব্রাজিলিয়ান তারকাকে নিজেদের ডেরায় ভেড়াতে প্রস্তুত বার্সেলোনা। রাফিনিয়ার জন্য প্রথমে ৫৫ মিলিয়ন পাউন্ড খরচ করবে বার্সেলোনা। এরপর বিভিন্ন শর্তপূরণের পর দেয়া হবে আরও ৮ মিলিয়ন পাউন্ড। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় অঙ্কের মুদ্রা দাঁড়ায় প্রায় ৭০৪ কোটি টাকা।

২০২০ সালে ফরাসি ক্লাব রেন থেকে লিডস ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রাফিনিয়া। শেষ দুই মৌসুমে ৬৭ ম্যাচে করেছেন ১৭ গোল। নিয়মিত আলো ছড়াচ্ছেন ব্রাজিলের জার্সিতেও।

আরও পড়ুন: রিয়ালের হয়ে ৫১ ম্যাচে ৩ গোল, ফ্রি ট্রান্সফারে ফিওরেন্তিনায় স্ট্রাইকার জোভিচ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply