আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। জানান, ১৩ জুনের পর প্রার্থীদের মনোনয়নপত্র ছাড়া হবে। ১ জুলাই থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে, প্রত্যাহারে শেষ সময় ধরা হয়েছে ৯ জুলাই। ১০ জুলাই প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
প্রেস ব্রিফিংয়ে সিইসি জানান, নির্বাচনী বিধি অনুযায়ী সব ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।
যমুনা অনলাইন: এটি
Leave a reply