গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

|

গাজীপুর মহানগ‌রের কোনাবাড়িত দেওয়ালিয়াবাড়ি এলকায় আব্দুল আজিজ মিয়ার ঝুটের গোডাউন আগুন লাগে। পরে ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (১১ জুলাই) বিকেল ৫ টার দিকে গোড়াউনটিতে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে কিন্তু আগুন পাশের বাড়িতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজ ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক বিবিএলের ১টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে জয়দেবপুরের দুটিসহ মোট ৩টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে একটি ঝুটের গোডাউন ও একটি বাড়ির চারটি রুমের সকল মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply