Site icon Jamuna Television

জুয়া খেলতে বাধা দেয়ায় রাজধানীর কাঁচাবাজারে প্রকাশ্যে খুন

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজারে ছুরিকাঘাতে মোহাম্মদ আশরাফ মোল্লা নামের এক ব্যক্তিকে খুন করা হয়েছে। সোমবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।

জানা যায়, গতকাল যাত্রাবাড়ী এলাকার চিহ্নিত সন্ত্রাসী শ্যামলসহ কয়েকজন জুয়া খেলছিল। তখন মোহাম্মদ আশরাফ মোল্লা তাদেরকে বাধা দেয়। এতে শ্যামল ক্ষিপ্ত হয়ে তাকে মারার হুমকি দেয়।

আজ বিকেল সাড়ে ৪টায় শ্যামল যাত্রাবাড়ী কাঁচাবাজারের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে আশরাফ মোল্লার বুক, পিঠ, ঘাড়, তলপেটসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: দুই সিটি নির্ধারিত সময়ে পরিষ্কার করেছে অধিকাংশ ময়লা, তবে এগিয়ে ঢাকা উত্তর

জেডআই/

Exit mobile version