Site icon Jamuna Television

বড় তারকাদের সম্মান দিতে জানে না বার্সেলোনা: দানি আলভেস

ছবি: সংগৃহীত

বড় তারকাদের বার্সেলোনা সম্মান দিতে জানে না বলে মন্তব্য করেছেন দলটির সাবেক ফুটবলার দানি আলভেস। কাতালানদের হয়ে ২৬ ট্রফি জেতা এই ব্রাজিলিয়ান তারকা মনে করেন, এভাবে চললে হারানো দিন আর ফিরে পাবে না।

২০২১ সালের নভেম্বরে বন্ধু জাভির ডাকে সাড়া দিয়ে আবারও ফিরে এসেছিলেন প্রিয় ন্যু ক্যাম্পে। তবে ৭ মাস পর তিক্ত অভিজ্ঞতা নিয়ে আবারও বিদায় জানাতে হয় তাকে। বার্সেলোনার ক্লাব কর্তাদের দিকে অভিমানের তীর ছুড়েঁছেন দানি আলভেস।

তিনি জানান, ইতিহাসগড়া ফুটলারদের সম্মান না জানিয়ে উল্টো তাদের বিরুদ্ধে জঘন্য কাজ করেছে ক্লাবটি। ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত প্রথম মেয়াদে সব ধরনের প্রতিযোগিতামূলক আসে ২৬টি শিরোপা জিতেছিলেন দানি আলভেস।

Exit mobile version